কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নেই দীর্ঘ ৫ মাস। ফলে ঠিকানা পরিবর্তন থেকে নামের ভুল বানানের সংশোধনসহ জাতীয় পরিচয় পত্রের নানান জটিলতা নিয়ে উপজেলার ভোটাররা চরম ভোগান্তিতে পড়েছেন। পূর্বতন নির্বাচন কর্মকর্তা গোলাম আযম বদলী হয়ে যাওয়ার ৫ মাসেও নতুন নির্বাচন কর্মকর্তা না আসায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
নির্বাচন অফিসে আসা সেবা প্রত্যাশিরা জানায়, বেশ কয়েকবার এখানে এসেছি জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্ততের জন্য। কিন্তু দুঃখের বিষয় নির্বাচন কর্মকর্তা না থাকার কারনে আমাদের ফিরে যেতে হচ্ছে।
তবে, সপ্তাহে দুই দিন অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন। কিন্তু বৃহৎ এই উপজেলার প্রায় ৪ লাখ ভোটারের প্রতিদিনই কোন না কোন সমস্যার তাৎক্ষনিক সমাধানের প্রয়োজন হলেও নির্বাচন কর্মকর্তা না থাকায় সেটি সম্ভব হচ্ছেনা। সেবা প্রত্যাশি মথুরাপুর ইউনিয়নের জাহিদুল ইসলাম জানান, ৫-৭ বার এসেছি এন,আই.ডি কার্ডের ছবি তোলার জন্য। কিন্তু স্যার নাই বলে কর্মচারীরা চলে যেতে বললেন।
দৌলতখালী এলাকার নাহারুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য দিনের পর দিন ঘুরছি, কর্মকর্তা না থাকায় হচ্ছেনা।
এবিষয়ে অতিরিক্ত দ্বায়িত্ব পালনকারী নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন জানান, ৪ লাখের বেশি ভোটারের এলাকায় সপ্তাহে দুইদিন কাজ করাটা কষ্টকর হয়ে যায়। তাছাড়া বিভিন্ন স্থান থেকে আগত সেবাগ্রহীতাদের এত অল্প সময়ে সেবা থেকে বঞ্চিত হয়ে ফিরে যেতে হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সুত্র জানিয়েছে খুব শীঘ্রইএই উপজেলায় নির্বাচন কর্মকর্তা আসবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, বিষয়টি জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা কে জানানো হয়েছে। তিনি আশা রেখে বলেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।