আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪১ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৫, ২০২১, ১:০২ পি.এম
নড়াইলের কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে ইটভাটা শ্রমিক নিখোজ
নদীতে গোসল করতে গিয়ে নড়াইলের কালিয়ায় আবু সাইদ সরদার (১৮) নামে এক ইটভাটা শ্রমিক গত দুদিন ধরে নিখোজ রয়েছে বলে জানা গেছে। গত বুধবার দুপুরে উপজেলার পূর্ব নওয়াগ্রামের এমএম ব্রিক্স নামের একটি ইটভাটার পাশে নবগঙ্গা নদীতে ঘটেছে ওই নিখোজ হওযার ঘটনা।
সে পাবনা জেলার ঈশ্বদী উপজেলার কামালপুর গ্রামের আয়েস আলী সরদারের ছেলে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে খুলনা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নিখোজ আবু সাইদকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, উপজেলার পূর্বনওয়াগ্রামের এম এম ব্রিক্স নামের একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতো আবু সাইদ। ঘটনার দিন গত বুধবার দুপুর দেড় টার দিকে ওই ভাটার আরও ২/৩ জন শ্রমিকের সাথে আবু সাইদ গোসল করতে নদীতে নামে। এক
পর্যায়ে জোয়ারের প্রবল স্রোতে সে নদী গর্ভে তলিয়ে গিয়ে নিখোজ হয়।
ওইদিন স্থানীয় ভাবে খোজা খুজি করে তার সন্ধ্যান না পেয়ে গতকাল ও আজ বৃহস্পতিবার সারাদিন খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল নদীগর্ভে তল্লাশি অব্যাহত রেখেছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধ্যান মেলেনি।
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেছেন, স্থানীয় ভাবে নদীতে তল্লাশী চালিয়ে নিখোজ আবু সাইদের সন্ধ্যান না ওয়ায় খুলনা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি সেখানে তল্লাশী অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha