আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ১:৩৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২৩, ১০:৪৮ পি.এম
নরসিংদীর বেলাবতে দুইটি ট্রাকের সংঘর্ষে নিহত ১
বেলাব উপজেলায় (৬ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী দুইটি ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। বেলাব উপজেলার জঙ্গুয়া- নোয়াকান্দি নতুন বাজার এলাকায় এ দুর্ঘঘটনা ঘটে। নিহত ট্রাকচালক, ফায়জুর রহমান (৪০) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ছৌয়াব আলী ছেলে। গুরুতর আহত ট্রাক চালকের সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার হাসপাতালে পাঠায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট ও ফিড বোঝাই দুটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টিতে বেলাবো উপজেলার নতুন বাজার এলাকায় পৌছামাত্রই সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে, পিছনের মালবাহী ট্রাকটি ধাক্কা দেয়। এসময় একটি ট্রাক রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পিছনের ট্রাকটির চালক ঘটনা স্থলেই নিহত হন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ট্রাক দুটো জব্দ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, মহাসড়কে অটোরিক্সা ও সিএনজিসহ নিষিদ্ধ যানবাহন প্রশাসনের সামনেই হাইয়ো রোডে চলাচল করেছে । অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। কিছুদিন পর পর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো আ: রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, মরদেহ উদ্ধার করি এবং দুইটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি, সনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha