আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ২:০০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২৩, ৫:৫৭ পি.এম
মাগুরার শ্রীপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ
ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার; এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সরকারি দলের বিগত নিবাচনী ইশতেহারে প্রতিশ্রুতি সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়নের ৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ৬ অক্টোবর বিকাল ৪ টার সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাগুরা শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশ করা হয়।
২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে ৭টি দাবি তুলে ধরেন, রাজশ চন্দ্র গোপাল, কৃষ্ণ চন্দ্র কুন্ডু, রথীন্দ্রনাথ ভৌমিক।
দাবিগুলো হলো- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
এসময় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার শিকদার ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীপুর উপজেলার সভাপতি অপূর্ব কুমার মিত্র সহ প্রমুখ।
এছাড়াও বেলা ১১ টার সময় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে খামারপাড়া গিরিধারী আশ্রমে।
এসময় উপস্থিত ছিলেন, খামারপাড়া শ্রী শ্রী গিরিধারী মন্দিরের অধ্যক্ষ বাবাজী মহারাজ অসীম কৃষ্ণ দাস, চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস সহ শ্রীপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ৮ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্য বৃন্দগণ।
শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১৫২ টি মন্ডপের মাধ্যমে এবার শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha