সরকার ঘোষিত দ্বিতীয় দফায় ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।
এ সময় উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় ২ দোকান মালিকে ২ হাজার টাকা। অপরদিকে অপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বেড় হয়ায় ৭ মোটর সাইকেল চালককে ৮হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং করে জনগণের সচেতনতা মাধ্যমে করোনাকে মোকাবিলায় উদ্বুদ্ধ করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদরপুর থানা পুলিশের সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha