ফরিদপুরের বোয়ালমারীতে টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার।
শুক্রবার (৬ অক্টোবর) শেখর ইউনিয়নের বামনগাতি গ্রামে ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ, রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাফিল মোল্লা, রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোবাদ হোসেন, সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপন প্রমুখ।
এসময় স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।