জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ক্ষুদ্র শিল্প ক্যাটেগরিতে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” পেল টেকনো মিডিয়া লিমিটেড।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথের হাতে এই পুরস্কার তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।
জীবন দেবনাথ ফরিদপুর জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি।
এবছর ছয় ক্যাটেগরিতে মোট ১২ টি প্রতিষ্ঠানকে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” প্রদান করলো শিল্প মন্ত্রণালয়।
টেকনো মিডিয়া লিমিটেডকে এমন সম্মানে ভূষিত করায় শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বেসরকারি খাতের প্রতি সরকারের ধারাবাহিক পৃষ্ঠপোষকতার এক উজ্জল দৃষ্টান্ত। এ স্বীকৃতি উদ্ভাবনি ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের অন্যতম সহযোগি হিসেবে কাজ করতে আমাদের আরও অনুপ্রাণিত করবে।”
টেকনো মিডিয়া লিমিটেড সারাদেশে এটিএম বুথ, নোট সর্টিং মেশিন, নোট বাইন্ডিং মেশিন, ব্যাংকিং সফওয়্যার, অনলাইন চেক ক্লিয়ারিং সফটওয়্যারসহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। দেশের এটিএম সেবার ৭০ শতাংশই প্রদান করে থাকে টেকনো মিডিয়া।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111