'সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে নোয়াখালী সরকারি কলেজ আলোচনা সভা আয়োজন করে।
শিক্ষক পরিষদের মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. লোকমান ভূঁঞা।
এদিকে, দুপুরে মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ইন্সট্রাক্টর দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ হাসেম, কৃর্ত্তিবাস দাস, মো. ইমরান হোসেন, ইখতিয়ার হোসেন, উম্মে সালমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা। এছাড়া দিবসটি উপলক্ষে নোয়াখালী জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha