ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে অবস্থিত বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান লিয়াকত সিকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্ব শিক্ষক দিবস একটি পবিত্র দিন। এই পবিত্র দিনে আমরা সমবেত হয়েছি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমি বিশ্বাস করি শিক্ষকদের কোন আন্দোলন করতে হতো না। কারণ স্বাধীনতার পরে দেশে কোন অর্থ ছিলো না, রিজার্ভ ছিলো না, ব্যাংকে কোন টাকা ছিলো না, পাকিস্তানিরা সব ধ্বংস করে দিয়েছিল, বঙ্গবন্ধু সেসময় কঠিন ঝুঁকি নিয়ে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধু যদি সেদিন প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করতেন তাহলে আমার মতো গরিবের ছেলেরা পড়ালেখা করতে পারতো না।
তিনি আরো বলেন, শিক্ষকরা আমাদের জীবন গড়েছেন, শিক্ষকতা মহান পেশা- এটা সত্য। এটা বলে বেড়ালে চলবে না। শিক্ষকদেরও সংসার আছে। তাদের সম্মান ও সম্মানী দিতে হবে। শিক্ষকদের সামান্য উৎসব ভাতা দেয়া হয়। যা আজকের সমাজে অপ্রতুল। যেদেশের শিক্ষকরা যতো মেধাবী সে জাতি তত উন্নত। মেধাবী শিক্ষার্থীরা যদি এ পেশায় না আসে তবে জাতির ভবিষ্যত অন্ধকার।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রাহাদুল আক্তার তপন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান নান্নু মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান মিয়া, রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোবাদ হোসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha