ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক বিশ্বাস স্বেচ্ছায় আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
সোমববার (২ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার আঁধারকোঠা গ্রামে নিজ প্রতিষ্ঠানে ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়।
আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি আব্দুল খালেক বিশ্বাস বলেন, ৩০ বছর ধরে আওয়ামী লীগের পদ পদবিতে রয়েছি। তবে আমি শারীরিকভাবে সুস্থতার কারণে স্ব পদ থেকে অব্যাহতি নিলাম। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে আজীবন সম্পর্ক বজায় রাখবো। আওয়ামী লীগের কাজে যখন তখন ডাকলেই আমার পরিবারকে কাছে পাবেন। আর আমরা কোন হাব্রিড আওয়ামী লীগ করি না। আমাদের রক্তে আওয়ামীলীগের সাথে মিশে আছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আহবায়ক কমিটির সদস্য ভবানী বিশ্বাস, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নিত্য গোপাল দাস, হাফেজ বিশ্বাস, আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫