৩ অক্টোবর নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায় নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল চৌকোষ অফিসার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত, অভিযান পরিচলনা করে নরসিংদী শহরের বিভিন্ন এলাকা থেকে (১) আজিজুর রহমান (৪৫), পিতা- মোঃ শাহাজ উদ্দিন, সাং- হাইমার, থানা- রায়পুরা, এপি সাং-ভাগদি পুকুর পাড় সংলগ্ন, জেলা-নরসিংদী, নরসিংদী শহর জামায়াতে ইসলামীর, আমীর (২) নাসির আহমেদ রিগান (৩০), পিতা-সাহাব উদ্দিন আহম্মেদ, সাং-পূর্ব ব্রাহ্মন্দী, থানা ও জেলা-নরসিংদী সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবির, নরসিংদী শহর শাখা ও নরসিংদী জেলা জামায়াতের যুব বিভাগ নরসিংদী শহর মেসেঞ্জার গ্রুপের এডমিন, এবং জামায়াত শিবিরের অর্থদাতা, (৩) আমজাদ হোসেন (৫২), পিতা-মৃত আঃ মান্নান, সাং-শালিধা, থানা ও জেলা-নরসিংদী। কর্ম পরিষদ সদস্য ,জামায়াতে ইসলামী, নরসিংদী শহর শাখা, (৪) মোস্তফা মিয়া (৪৭), পিতা- মৃত আঃ ওদুদ, সাং-পূর্ব ভেলানগর, থানা ও জেলা- নরসিংদী। সদস্য, নরসিংদী জেলা জামায়াতে ইসলাম, (৫) হাবিব হাসান (৩৫), পিতা- মোঃ বিল্লাল হোসেন, সাং-সাহেপ্রতাব হুগলিয়া, থানা ও জেলা-নরসিংদী। সদস্য, জামায়াতে ইসলাম শহর শাখা নরসিংদী। তাদের গ্রেফতার করা হয়।
নরসিংদীতে গত ২৯/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদী মডেল থানার মামলা নং ৫৩/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ২৫-ডি এর তদন্তে প্রকাশিত আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বাপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
অবশেষে, নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।