আজকের তারিখ : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৪, ২০২৩, ১০:৪৬ পি.এম
গোপালগঞ্জে মানবিক ও ব্যতিক্রমধর্মী কাজ করে ইতিবাচক আলোচনায় ওসি আনিচুর রহমান
গোপালগঞ্জে একটির পর একটি মানবিক ও ব্যতিক্রমধর্মী কাজ করে ইতিবাচক আলোচনায় রয়েছেন ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
এরই ধারাবাহিকতায় বুধবার (৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার ১৯ নং রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়ার মেথোডিস্ট চার্চে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দূর্গাপূজা ও আইন শৃঙ্খলা বিষয়ক ‘বিট পুলিশিং সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় "সকল ধর্মাবলম্বী ভাই ভাই অপরাধীদের এই সমাজে ঠাঁই নাই" এই নীতিকে অনুসরণ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করে এলাকাবাসীর ব্যপক প্রশংসা কুড়ান।
রঘুনাথপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলী শেখ আলোচনা সভার সভাপতিত্ব করেন। উক্ত আলোচনা সভায় বিভিন্ন ধর্মানুসারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ অফিসার ইনচার্জ কে কাছে পেয়ে তাদের নিজ নিজ বক্তব্যে তাদের এলাকার আইন শৃংখলা বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেণ এবং এই সকল বিষয়ে আইনগত সহায়তা চান। সভায় ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে রঘুনাথপুর ইউনিয়নের সকল ধর্মানুসারী অধিবাসীগণ মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করছেন মর্মে জানান। তিনি আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সকলকে সাথে নিয়ে সমাজ থেকে সকল অপরাধ দূর করার ইচ্ছা প্রকাশ করেন। উক্ত সভায় অফিসার ইনচার্জ তার বক্তব্যে কিভাবে অপরাধমুক্ত সমাজ গঠন করা যায়, সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করা যায় এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
পাশাপাশি তিনি অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সহ সকল অপরাধের বিষয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এছাড়াও যে কোন আইনগত সহায়তায় থানা পুলিশের সহায়তা নেওয়ার জন্য সভায় উপস্থিত সকলকে আহবান জানান। পাশাপাশি তিনি আসন্ন শারদীয় দূর্গাপূজা সুন্দর ও উৎসব মুখর পরিবেশে সকলের উপস্থিতিতে উদযাপন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরে আলোচনা সভায় উপস্থিত সকলে অফিসার ইনচার্জের এমন মানবিক ও আন্তরিক বক্তব্যকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জ থানা পুলিশের ব্যপক প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha