ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন অনিয়মে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (৪ সেপ্টেম্বর) এ জরিমানা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় বোয়ালমারী পৌর সদরের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৮৬০ এর ২৬৯/১৯৮২ এর ১৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়। প্রাইম ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার এবং জননী ডায়াগনস্টিক সেন্টার, মোল্লা ডায়াগনস্টিক সেন্টার ও মক্কা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৫ টি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫