আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৪, ২০২৩, ১২:৩৯ পি.এম
নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ টাস্কফোর্স কমিটির সভা

ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ই অক্টোবর) সকাল ১০টায় নলছিটি উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফফার খান, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, নলছিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান সেন্টু,জেলে হেলাল তালুকদার প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি বলেন, সারা দেশের মত ঝালকাঠির নলছিটিতে আগামী ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকারীভাবে ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha