কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ভাংচুর ও হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক নবীন ছাত্রকে র্যাগিংয়ের ঘটনায় ৩ জন ছাত্রকে স্থায়ী বহিস্কারসহ মোট ৬ জনকে স্থায়ী/অস্থায়ী বহিস্কার করা হয়েছে।
৩ অক্টোবর, মঙ্গলবার দুপুর ২টায় ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় ৬জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন ৬ ছাত্রকে বহিস্কারের ঘটনা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ভাংচুরের ঘটনায় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্য এবং হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক নবীন ছাত্রকে র্যাগিংয়ের ঘটনায় ওই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মিজানুর রহমান ইমন, হিশাম নাজির শুভকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।
এছাগড়াও র্যগিং ঘটনায় অভিযুক্ত বাঁকী ৩জন সাদমান সাকিব আকিব, শেখ সালাউদ্দীন সাকিব ও শাহরিয়ার পুলককে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদত হোসাইন আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha