ইতালির মেস্ত্রে (ভেনিস) ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে ২ শিশুসহ অন্তত ২১ জন নিহত ১৫ জন গুরুতর আহত এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধা পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও ইউক্রেন,ফ্রান্স, জার্মান এবং ক্রোয়েশিয়ার নাগরিক রয়েছেন।
ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বাসটি ভেনিস থেকে মারঘেরা যাওয়ার পথে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে মেস্ত্রে জেলার রেলপথের কাছে ৩০ ফিট নিচে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়।
তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ধারনা করা হচ্ছে বাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।
ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে।
তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫