ফ্রান্সে প্রথমবারের মত বাংলাদেশী প্রতিষ্ঠান শাহ গ্রুপ ও মির্জা গ্রুপের উদ্যোগে ফ্রান্স ক্রিকেট বোর্ড এর অনুমোদনে ‘ফ্রান্স - বাংলা প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।ফ্রান্স বাংলাদেশ এর সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এ বৃহৎ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্যারিসের অদূরে দ্রু ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দ্রু সিটি মেয়র পিয়ার ফেডেরিক বিলেত।
ফ্রান্স ক্রিকেট বোর্ড ও টুর্নামেন্টে অংশ নেয়া সকল ক্রিকেট ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টুর্নামেন্ট আয়োজক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।
এসময় উপস্থিত ছিলেন মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলাম, আইছা পরিচালক ওবায়দ উল্লাহ কয়েস,বিডি ফার্নিচার এর চেয়ারম্যান মিয়া মাসুদ, বাংলা অটো ইকুল পরিচালক হোসেন সালাম রহমান, ক্রিকেট বর্ডার ভাইসপ্রেসিডেন্ট জুবায়ের আহমদ, মশিউর রহমান কাজল সহ ফ্রান্স ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
খেলায় ফ্রান্স, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তানের খেলোয়ারদের অংশগ্রহণে মোট ২৪ টি টিমে খেলা অনুষ্ঠিত হয়। মাঠে উপস্থিত কমিউনিটি নেতারা এমন আয়োজনে ফ্রান্সে বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha