ফরিদপুরের বোয়ালমারী ট্রাক চাপায় ভ্যান চালক নিহত। ঘাতক ট্রাকটি রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারেও ধাক্কা দিয়ে দুমড়ে মুচকে ফেলে।
সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সামনে মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে একজন অটোভ্যান চালক মারা যায়। নিহত ভ্যান চালকের বাড়ি মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে এলেম শেখ।
সরেজমিনে গিয়ে জানা যায়, সাতৈর ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য বুলবুল পুলিশের ফোন পেয়ে স্থানীয় লোকদের দিয়ে রাস্তা ব্লক করে ফেলেন। পরে রাস্তা জ্যাম হয়ে গেলে ওই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল ও দুটি অটোভ্যানে ধাক্কা লাগায়। এসময় প্রাইভেটকারের ব্যাপক ক্ষতি হলেও গাড়িতে থাকা কোন যাত্রী বা চালকের ক্ষতি হয়নি। তবে ট্রাকের নিচে একটি অটোভ্যান ও অটোভ্যানের চালক পড়ে ঘটনা স্থলে মারা যান। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেন।
স্থানীয় লোকজন বলেন, মাঝকান্দী থেকে একটি ট্রাককে পুলিশ ধাওয়া দিয়ে কাদিরদী বাজারে আসলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের ভেতরে খালি দেখা যায়।
সাতৈর ইউপি সদস্য বুলবুল বলেন, মধুখালী থানার পুলিশ জানত পারে ওই ট্রাকটিতে গরু চক্রের সদস্যরা ছিল তাই তাদের ধরার জন্য পুলিশ ট্রাকের পিছে ধাওয়া দেয়। পরে এ ঘটনা ঘটে। এখানে মূলত ওই ট্রাকের সম্পূর্ণ দোষ। ওই ঘাতক ট্রাক আটকাতে লোকজন ব্যারিকেড দেয়। তার পরেও ও বেপরোয়া ভাবে এ দুর্ঘটনা ঘটায়।
মধুখালী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক চম্পক বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের চেনখালী ব্রিজের সামনে আমাদের পুলিশ টহলরত অবস্থায় ছিলেন। ওই ট্রাকটি পুলিশ দেখে বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছিল। পরে সে ট্রাকটি ধাওয়া করলে এ ঘটনা ঘটায়।
বোয়ালমারী থানা পুলিশ বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ঘাতক ট্রাক আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।