আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৭:১৩ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৮:৫১ পি.এম
নলছিটিতে অপহরন মামলায় আটক দুই জন
ঝালকাঠির নলছিটিতে অপহরন মামলার আসামী মো. রিফাত খান ও ইয়াকুব আলী মৃধাকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার(২৯সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার বিজয় উল্লাস চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অপহৃতকে শনিবার(৩০সেপ্টেম্বর) উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জুরকাঠি এলাকার মৃত এলেম উদ্দিন মৃধার ছেলে ইয়াকুব আলী মৃধা ও পরমপাশা এলাকার গোলাম সরোয়ারের খানের ছেলে মো.রিফাত খান। মামলার অন্যান্য আসামীরা হলেন উপজেলার পরমপাশা এলাকার গোলাম সরোয়ার খানের ছেলে মো.আরাফাত খান,মোসাঃ নাসিমা বেগম স্বামীঃ মো. গোলাম সরোয়ার খান ও মৃত ওয়াহেদ খানের ছেলে আলমগীর খান। মামলার অন্যান্য আসামীরা পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ।
এহাজার সূত্রে জানা গেছে, উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা মোসাঃ লামিয়া আক্তার ডলির মেয়ে মোসাঃ সাদিয়া আক্তারকে গত ২২ সেপ্টেম্বর বিকেলে ফেরিঘাট সড়ক থেকে এজাহারে উল্লেখিত বিবাদী মো. আরাফাত খান অন্যান্য আসামীদের সহায়তায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।পরে স্থানীয়দের মারফত ভিকটিমের মা মোসাঃ লামিয়া আক্তার ডলি জানতে পারেন যে তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তিনি নলছিটি থানার একটি অপহরন মামলা দায়ের করেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, এজাহার দায়ের করা পরই অভিযান চালিয়ে উপজেলার বিজয় উল্লাস চত্বর থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha