কুষ্টিয়ার দৌলতপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলে বিনামুল্যে উপজেলাব্যাপী নিবিড় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৩০সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প ঢাকা এর সহযোগীতায় দৌলতপুর কলেজ গেট চত্বরে সপ্তাহব্যাপী এ টিকাদান কর্মসুচীর উদ্বোধন করেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
সহাকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে টিকাদান কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল ইসলাম, ডাঃ নাজনীন নাহার, আওয়ামীলীগ নেতা টিপু নেওয়াজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।