বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করেছে সুইডেন আওয়ামী লীগ।
জন্মদিন উপলক্ষে সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।
সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান ও যুগ্ন-সাধারণ সম্পাদক দলিল উদ্দিন দুলুর পরিচালনায় এ সভায় শেখ হাসিনার জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোকপাত করা হয়।
সভার শুরুতে সুইডেন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মালিক জলিলের পরিচালনায় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং মাতৃভূমি বাংলাদেশের উন্নতির জন্য দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢামেকসুর সাবেক ভিপি ড. ফরহাদ আলী খান তার বক্তব্যে শেখ হাসিনার জীবন ও রাজনৈতিক দর্শন থেকে সবাইকে দীক্ষা নেয়ার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান চৌধুরী স্মার্ট বাংলাদেশ এবং প্রবাসীদের ভূমিকা সম্পর্কে মূল আলোচনা করেন।
এ সময় সুইডেন আওয়ামী লীগ, সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেত্রীর জন্মদিনের কেক কেটে উদযাপন ও আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সুইডেন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গুলজার মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম- কোষাধ্যক্ষ, কামরুল হাসান- যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রশিদ মোল্লা- সাংগঠনিক সম্পাদক, খালেদ মোহাম্মদ আলী- সাংগঠনিক সম্পাদক, এডভোকেট মোরশেদ চৌধুরী বাপ্পী- আইন বিষয়ক সম্পাদক, সদস্য মন্ডলী- কাজী হুদা, কাজী মিরাজ,লাভলু মনোয়ার,ইন্জিঃ মাহফুজুর রহমান,শফিকুল আলম লিটন, সাইফুল ইসলাম চুন্নু, নাজমুল হাসান খান, ইন্জিঃ হেদায়েতুল ইসলাম শেলী, অধাপক শাহীন আহমেদ,মনিরুল ইসলাম, আব্দুল মালিক জলিল,শামীম আহমেদ, আব্দুল আজিজ, আনিস হাসান তপন,সাইফুল ইসলাম দুলাল, নওরোজ চৌধুরী, রিপন চৌধুরী, যোবায়েদুল হক সবুজ (আহবায়ক, যুবলীগ সুইডেন শাখা), সৈয়দ মহিম, সুমন হোসেন, পলাশ পাল, মুক্তাদির বাবু সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।