ইশতেহার প্রণয়ন উপকমিটির একজন নেতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের রূপকল্প ঘোষণা করেছেন। তিনি এই রূপকল্প বাস্তবায়নে ১১টি পরিকল্পনার কথা এ বছরের শুরুতে জাতীয় সংসদে জানিয়েছেন। এই ১১টি পরিকল্পনা দলের নির্বাচনী ইশতেহারে যুক্ত হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। ওই ইশতেহারে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং ২১০০ সালে নিরাপদ ব-দ্বীপ পরিকল্পনার রূপরেখা প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।
দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানায়, এবারের ইশতেহারে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং মাথাপিছু গড় আয় পাঁচ হাজার ৯০৬ ডলারের ওপরে নেওয়ার ঘোষণা থাকবে। একই সঙ্গে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ এবং মাথাপিছু আয় ১২ হাজার ৫০০ ডলারের ওপরে নিয়ে যাওয়ার পরিকল্পনার বিস্তারিত থাকবে।
সূত্রটি জানায়, ২০৩১ সালের মধ্যে দেশে চরম দারিদ্র্যের অবসান এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্র্য ৩ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনার কথা থাকবে।
দলীয় একাধিক সূত্র জানায়, দলের নির্বাচনী ইশতেহারে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ধরনের পরিকল্পনার বিস্তারিত থাকবে। ‘রূপকল্প ২০৪১’কে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১; স্মার্ট ডেল্টা বিনির্মাণে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২৬-২০৩০, দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০৩১-২০৩৫, একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০৩৬-২০৪০-এর বিস্তারিত থাকবে এবারের ইশতেহারে।
দলীয় একাধিক সূত্র জানায়, আগামী নির্বাচনী ইশতেহার প্রণয়নে কভিড মহামারি এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বিবেচনায় নেওয়া হবে। এই দুটি বৈশ্বিক সংকটের কারণে ২০১৮ সালে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এ ধরনের সংকট মোকাবেলার কথা মাথায় রেখে আগামী ইশতেহারের পরিকল্পনাগুলো নেওয়া হবে।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্যসচিব সেলিম মাহমুদ বলেন, ‘২০১৮ সালে আমরা যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম, তার ধারাবাহিকতা থাকবে আগামী ইশতেহারে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে দেশকে কোথায় নিয়ে যেতে চাই, সেই পরিকল্পনাগুলো থাকবে ইশতেহারে।’
ইশতেহার প্রণয়ন উপকমিটিতে যাঁরা আছেন
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটিতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আহ্বায়ক এবং দলের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। উপকমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন মশিউর রহমান, অনুপম সেন, খন্দকার বজলুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিক, সাত্তার মণ্ডল, শামসুল আলম, দীপু মনি, হাছান মাহমুদ, সাজ্জাদুল হাসান, বিপ্লব বড়ুয়া, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ওয়াসিকা আয়েশা খান, শ ম রেজাউল করিম, মোহাম্মদ এ আরাফাত, মাহফুজুর রহমান, মাকসুদ কামাল, সাদেকা হালিম, জুনায়েদ আহমেদ পলক, সায়েম খান, শেখর দত্ত, খায়রুল হোসেন ও তারানা হালিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha