চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাগুর শহর গ্রামের তানজিলা বেগম (৩৭) নামে এক নারীর সাপের কামড়ে মৃত্য হয়েছে। সে একই গ্রামের মোঃ মানিকের স্ত্রী।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজ বাসায় ইঁদুরের গর্তে ইঁদুর মারার বিষ দিতে গিয়ে তার ডান আঙ্গুলে সাপে কামড় দিলে তার মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার রাতে তানজিলা বেগম তার বাসায় ইঁদুরের গর্তে ইঁদুর মারা বিষ দিতে গেলে গর্তে থাকা বিষধর সাপ তার ডান হতে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে তার হাত বেঁধে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫