আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১১:১১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১২:৫৩ এ.এম
শালিখা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাগুরার শালিখা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ,গড়বো সোনার বাংলাদেশ স্লোগানে শনিবার শালিখা থানা চত্বরে ওপেন হাউস ডের আয়োজন করা হয়।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সহকারী পুলিশ সুপার জনাব মোঃমোস্তাফিজুর রহমান (শালিখা সার্কেল), মাগুরা।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মহোদয় উপস্থিত সর্বসাধারণের সাথে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন।
এ সময় তিনি এলাকার সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন,সাধারণ সেবাগ্রহীতাদের পুলিশি সেবা নিতে থানায় কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন।
বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ অংশগ্রহণে পুলিশের ওপেন হাউজ ডের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha