ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ব্যারিষ্টার সায়েদুল হক সুমনের ফুটবল খেলা উপভোগ করতে কয়েক হাজার মানুষের ভিড় দেখা গেছে। শনিবার বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আলফাডাঙ্গা ক্লাবের আয়োজনে এ ফুটবল খেলা আয়োজন করা হয়। আশ্বিনের বৃষ্টি উপেক্ষা করে জমজমাট খেলাটিতে আনন্দে মাতেন দর্শকরা।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য খান মাঈনুল ইসলাম মোস্তাক।
আলফাডাঙ্গা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস আর রাসেল আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, নারী ভাইচ চেয়ারম্যান লায়লা পারভিন, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ওসি মো.আবু তাহের, আলফাডাঙ্গা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশরেন সভাপতি এ্যাড.শেখ জামাল হোসেন মুন্না, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, এসএম মিজানুর রহমান,আব্দুল ওহাব পান্নু, খান সাইফুল ইসলাম,শরীফ হারুর-অর-রশীদ, আফিনজা জুয়েলার্সের মালিক কাজী মনিরুল ইসলাম ও আলফাডাঙ্গা ক্লাবের সাধারণ সম্পাদক তৈকির আহমেদ ডালিম প্রমুুখ।
খেলায় আলফাডাঙ্গা ক্লাব চ্যাম্পিয়ান ও ব্যারিষ্টার সুমন একাডেমি রানারআপ হয়। এদিকে অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে আশপাশের স্কুল ভবন, টিনের চাল ও উঁচু গাছে অবস্থান নেন। এমনকি খেলা শুরুর আগেই দর্শকরা আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় ভরে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha