কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ভবানীপুর সরকারী প্রাইমারী স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার ২৩ সেপ্টেম্বর ধরমপুর ভবানীপুর সরকারী প্রাইমারী স্কুলে ফ্রি চিকিৎসা ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন ফ্রি ক্যাম্প শুভ উদ্বোধন করেন উপজেলা ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক।
ক্যাম্পে ৫ জন চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। গ্রামীণ জনপদে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পেরে খুশি নারী-পুরুষ রুগীরা।
ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে গরীব দুঃস্থ ও অসহায় রোগীদের সম্পুর্ণ বিনা মুল্যে ই.সি.জি, আর.বি.এস (ডায়াবেটিকস) এবং রক্তের গ্রুপ পরীক্ষা করেন রুগীরা।
অনুষ্ঠিত ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাস্পে রোগী দেখেন, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু (এম.ডি কার্ডিওলজি), রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নাক.কান.গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ নূর ইসলাম, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহিদুল ইসলাম এবং ডাঃ মোঃ মমিনুল ইসলাম মমিন।
চিকিৎসা সেবা নিতে আসা সালাউদ্দিন বলেন, অনেক দিন ধরে আমি অসুস্থ। টাকার অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারিনি। আজকে বাড়ির পাশে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধও পেয়ে আমি চরম খুশী।
ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু স্বাগত বক্তব্যে বলেন, যাদের ঢাকার বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
উপজেলায় অনেক অসহায় ও দরিদ্র মানুষ রয়েছে যারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত কিন্তু টাকার অভাবে শহরে গিয়ে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারছেন না।তাদের কে ফ্রি উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে চলেছি। রুগীদেও ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে সম্পুর্ণ বিনা মুল্যে ই.সি.জি, আর.বি.এস ( ডায়াবেটিকস) এবং রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডাঃ শহিদুল ইসলাম বলেন, যে সকল রোগীরা বিনামুল্যে চিকিৎসা সেবা নেন,তাদের বেশীর ভাগই উচ্চ রক্তচাপ, হার্ট এর রুগী, ডায়াবেটিকস্, বাত-ব্যথা, এ্যাজমা, নাক, কান, গলা ও চর্মরোদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha