ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের একাধিক বার নির্বাচিত চেয়াম্যান এসএম মিজানুর রহমান বানা ইউনিয়নের জণগনের সাথে মতবিনিময় সভা করেছেন।
২২ সেপ্টেম্বর শুক্রবার রাতে বানা ইউনিয়নের বানা বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা কুদ্দুস মেম্বারের সভাপতিত্বে ও স্থানীয় লিয়াকত বিশ্বাসের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান বিশ্বাস, ইউপি সদস্য রাজা মিয়া, সাবেক ইউপি সদস্য মো. মিন্টু প্রমুখ।
নির্বাচনী মতবিনিময় সভার প্রধান আর্কষণ ও প্রধান অতিথি এসএম মিজানুর রহমান বলেন, আমি এই এলাকার সন্তান, সুখে দুঃখে আমাকে যখন স্মরণ করেছেন আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছি। আমার কোন চাওয়া পাওয়া নেই বাকি জীবন আপনাদের খেদমত করতে চাই। আমি পাচুড়িয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়াম্যান, আগামীতে উপজেলা পরিষদের আওয়ামী লীগের নমিনেশন প্রার্থী আশা করি দল আমাকে নমিনেশন দিবেন। তবে আমার দাবি থাকবে যদি আমার চেয়ে যোগ্য কোন ব্যক্তি এই আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে তাকে ভোট দিবেন। তখন আপনাদের ভোটের উপর আমার কোন দাবী থাকবে না। আর যদি আমি যোগ্য হই তাহলে আমার দাবি রয়েছে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমাকে সামর্থন দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
মতবিনিময় সভায় অত্র এলাকার কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111