নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে চোরচক্রের চার নারী সদস্য, দুইজন মাদক কারবারীসহ ১১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর উপজেলার বৈঠাখালি গ্রামের মাহাতাবের স্ত্রী সোনালী ব্যাংক শাখায় টাকা জমা দিতে যান। এ সময় ব্যাংকের মধ্যেই রোকেয়ার ব্যাগ থেকে এক লক্ষ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরে ব্যাংকের সিসিটিভি পুটেজ দেখে চোরচক্রের নারী সদস্যদের সনাক্ত করা হয়। এর পর বৃহস্পতিবার চক্রের সদস্যরা উপজেলার বিহারীপুর রেল ক্রসিং এলাকায় ঘোরা ফেরা করা সময় স্থানীয়দের সহায়তায় চারজন নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার ইসলামপুর থানার উলিয়া (শান্তিপাড়া) গ্রামের নয়ন শেখের স্ত্রী তানিয়া বেগম (৪১), নতুনপাড়া (হাড়গিলা) গ্রামের রাসেল সন্ডলের স্ত্রী মনিয়ম বিবি (২২), আখিরুল মন্ডলের স্ত্রী স্বপনা বেগম (৫৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর (বন্যাপাড়া) গ্রামের রিপন শেখের স্ত্রী সুরমা খাতুন (২৫)।
কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা বেদে ছব্দবেশে দেশের বিভিন্ন এলাকায় তাবু গেড়ে কৌশলগতভাবে চুরি করে আসছিল। তাদের নিকট থেকে চুরির ১৫হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোকেয়া খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন।
অপর দিকে একই দিন সন্ধায় উপজেলার আহসানগঞ্জ রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে খোলাপাড়া গ্রামের নিজাম উদ্দেিনর ছেলে আলাউদ্দীন ওরফে বাপ্পী (২৯)কে ১২পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশনসহ এবং ভরতেতুলিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে আব্দুল মজিদ ৪২ কে তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া আদালতের পরোয়ানা মূল্যে বিহারীপুর গ্রামের আসাদুলের ছেলে আতিকুল ইসলাম, পার-পাঁচুপুর গ্রামের আহাদ আলীর ছেলে শহিদ শেখ, তেতুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজিব হোসেন, সাহেগঞ্জ গ্রামের মোবারক আলীর ছেলে মিন্টু বিহারীপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha