আজকের তারিখ : মার্চ ১৬, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৫:৪৭ পি.এম
ঝামেলা বিহীন প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে

ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার বিভাগ প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা পালন করে থাকে। এভাবে সরকারি কোন দপ্তর গ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে পারে না।আর এ কারণেই ঝামেলা বিহীন প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।
মঙ্গলবার এ উপলক্ষে জেলা পরিষদ ও ফরিদপুর পৌরসভার আয়োজনে একটি বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ইয়াছিন কবিরের সভাপতিত্বে "সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে - উদ্ভাবনে স্থানীয় সরকার" শীর্ষক' আলোচনা সভায় বক্তাগণ এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন , জেলা পরিষদের প্রধান নিবাহী চৌধুরী রওশন ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, এলডিইজি এর প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান, জেলা জনস্বাস্থ্য ও নির্বাহী প্রকৌশলী শুভম রায়সহ বিভিন্ন সরকারি আধা সরকারি ও এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha