আজকের তারিখ : মার্চ ১৬, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২০, ২০২৩, ১০:১৩ পি.এম
নির্মানাধীন দুর্গা প্রতীমা ভাংচুরের ঘটনায় মামলা

ফরিদপুরের শহরতলির তাম্বুলখানায় একটি মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে নির্মিত বিভিন্ন প্রতিমা ভাঙচুর করে ক্ষতিসাধন করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ সভা করে দোষীদের শাস্তির দাবি করেছে আওয়ামী লীগ।
গত সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা বাজার সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে নির্মানাধীন দুর্গা, লক্ষী ও সরস্বতী প্রতিমার একটি করে হাত এবং গণেশ প্রতিমার মাথা ভেঙ্গে ফেলা হয়।
এ ঘটনা ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভবেশ দাস বাদী হয়ে আজ্ঞাতনামা ব্যক্তিদের নামে গত মঙ্গলবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। কৈজুরি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠু নাগ জানান, গত সোমবার ছিল তাম্বুল খানা বাজারের সাপ্তাহিক হাটের দিন। হাটের দিন রাত সাড়ে ১২টা ১টা পর্যন্ত বাজারে লোকজন থাকে। এ নাশকতামূলক ঘটনাটি ঘটেছে রাত ১টার থেকে মঙ্গলবার ভোরের কোন এক সময়ে।
তিনি বলেন, ২০২১ সালের জুন মাসে তাম্বুলখানা বাজারের সার্বজনিন কালীমন্দিরের কলাপিবল গেট থেকে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছিল। তখন বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভাংচুরের সাথে জড়িত এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, একটি দুষ্টচক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। প্রতিমার ভাঙ্গা অংশের আঙ্গুলের চাপা নেওয়া হয়েছে, তা দিয়ে এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha