আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১:৪৭ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৭:১৮ পি.এম
হাতিয়ায় জোয়ারের স্রোতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের স্রোতের নিছে চাপা পড়ে আব্দুস সহীদ নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের দমার চরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বৃদ্ধ আব্দুস সহিদ (৬৫) বুড়িরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রেহানিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে নিঝুমদ্বীপ ইউনিয়নের দমারচরে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
এ তথ্য নিশ্চিত করে নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, আব্দুস সহিদ চাষাবাদের কাজে নিঝুমদ্বীপের দমারচরে বসবাস করছে। আজ দুপুরে সে নদীতে পানি কম থাকায় হেটে হেটে দমারচর থেকে নিঝুমদ্বীপ আসতে ছিলো। এ সময় জোয়ারের স্রোত এসে তাকে টেনে নিয়ে যায়। দুর থেকে স্থানীয়রা দেখে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু বিকেল পর্যন্ত তাকে পাওয়া যায় নি।
এদিকে নিঝুমদ্বীপের বাসিন্দা নুরনবী জানান, নদীতে শেষ ভাটার পরে প্রথম যে জোয়ারটা আসে তা অধিক উচ্চতায় তীব্র স্রোত হয়ে আসে। এ সময় অনেক নৌকাও উল্টে যায়। আব্দুস সহিদ এ ধরনের প্রথম স্রোতে পড়ে তলিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্বজনরা নদীতে নিখোঁজের সন্ধান করছেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha