“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এ দিবসটি পালন করতে হবে। এর ফলে অধিকতর জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর যেসব অংশীজন বা সুবিধাভোগী রয়েছন, তাদের সঙ্গে মতবিনিময় সহজতর এবং কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়বে ফলে সেবা সহজীকরণে সহায়ক হবে। সার্বিকভাবে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা আরও বাড়বে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সক্ষমতা প্রকাশ পাবে।
এ বছর প্রথম বর্ষ হিসেবে এ কর্মসূচি ১৪ই সেপ্টেম্বর থেকে তিনদিন ব্যাপি এই কর্মসূচী পালনের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার অধিদপ্তর। কিন্তু দিবস টি যথাযথভাবে পালনের জন্য স্থানীয় প্রসাশনকে নির্দেশনা দেওয়া থাকলেও মাগুরার মহম্মদপুর এবং শালিখা উপজেলা গাফিলতি এবং উদাসিনতার কারনে উল্লেখযোগ্য সাড়া মেলেনি। দায়সারাভাবে দিবসটি উদ্যাপনে ক্ষোভ প্রকাশ করেছেনে অনেকেই। তবে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ না দেওয়ায় সফলতা পায়নি পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ডেকে এনে শহরে শোভাযাত্রা করা হয়েছে। একারনে পাশর্^বর্তী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অঘোষিত ছুটির সাড়া মেলে। ক্লাস বর্জনের সুযোগ পেয়ে শিক্ষার্থীদের ভিভিন্ন স্থানে আড্ডা দিতে দেখা যায়।
স্থানীয় সরকার দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে রবিবার সকালে শালিখা উপজেলা প্রশাসনের আযোজনে একটি একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। অতিথিবৃন্দের কয়েকজন আলোচনা সভায় অংশ নিলেও সামনের গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল একেবারেই কম। তবে ৭ জন চেয়ারম্যানের মধ্যে শুধুমাত্র শালিখা সদর ইউপি’র বিএনপি সমর্থিত চেয়ারম্যান আবু হাসান উপস্থিত ছিলেন। এবং ৮৪ জন ইউপি সদস্যদের মধ্যে মাত্র ৫জন উপস্থিত থাকায় অনুষ্ঠানের সফলতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এদিকে একই দিন সকালে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি কয়েকজন ইউপি চেয়ারম্যান এবং স্কুল শিক্ষার্থীদের নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠান ঘিরে উন্নয়ন মেলা উপলক্ষে এখানে বসানো হয়েছিল ১৫টি স্টল যার একটি তে বসেছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মেকানিক ওহিদুল ইসলাম নামের এক কর্মচারি। তিনি জানান, পানির আর্সেনিক পরীক্ষা করতে তিনি এখানে স্টল নিয়েছেন কিন্তু কেউ সেবা নিতে আসেন নি। অন্য ১৪টি স্টল ছিল ফাঁকা। মেলার সুবাদে মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএই ইনষ্টিটিউশনের কয়েকজন শিক্ষার্থী সেখানে আড্ডা দিয়ে সময় পার করছিল। এ সময় মঞ্চে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তা খোস গল্পে মেতে ছিলেন।
স্থানীয় সরকারের কার্যক্রম যথাযথভাবে পালনের লক্ষ নিয়ে এই দিবসটির উদ্যাপনে সরকারের নির্দেশনা থাকলেও উপজেলা প্রশাসনের গাফিলতির কারনে সফলতা পাইনি বলে অভিযোগ করে বালিদিয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা বলেন, উপজেলা প্রসাশনের সাথে ইউপি চেয়ারম্যানদের সমন্বয়হীনতার কারনে অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের উপস্থিতি কম ছিল। র্যালিতে স্কুলের শিক্ষার্থী পাঠানোর বিষয়ে আরএসকেএই ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম বলেন, ইউএনও স্যারের নির্দেশনায় র্যালিতে আমরা ছাত্রছাত্রীদের পাঠিয়েছিলাম। ক্লাস না হওয়ার বিষয়ে তিনি বলেন, অনুষ্ঠান চলাকালিন সময়ে মাত্র দুটি ক্লাস হয়নি।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন, অনুষ্ঠান সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সকল দপ্তরে দাওয়াত দেওয়া হয়েছিল। অনেকেই আসেনি। এ দায় আমার না। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, দিবসটির তাৎপর্য তুলে ধরে সকল যাবতীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। আগামি কাল শেষ দিনে অনুষ্ঠানটি সফল করতে সকল কে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha