ফরিদপুরের আলফাডাঙ্গায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় সোনামনি ঘোষ ওরফে সুনাই (৩০) নামের এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে । শনিবার সকাল ১০ টায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুনাই ঘোষকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় শনিবার বিকেলে একই গ্রামের হাসিব শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতর চাচাতো ভাই হারাধন ঘোষ। হাসিব শেখের পিতার নাম সজিব শেখ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, শনিবার সকালে সোনামনি ঘোষ ওরফে সুনাইয়ের বাড়ির পাশে নিজের ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন চালু করতে গিয়ে দেখতে পায় হাসিব শেখসহ অজ্ঞাত ২-৩জন মেশিনের পাশে বসে গাঁজা সেবন করছে। সুনাই ঘোষ গাঁজার দুর্গন্ধে সহ্য করতে না পেরে তাদের অন্য কোথায় গিয়ে গাঁজা সেবন করার কথা বলেন। এ কথায় পর হাসিব শেখ সুনাইকে উদ্দেশ্যে করে গালিগালাজ করে পরবর্তীতে হামলা চালায়। এসময় হাসিব শেখের কোমরে থাকা গাঁজা কাটার চাকু দিয়ে সুনাইয়ের মাথায় আঘাত করতে গেলে চোখের উপর লেগে গুরুতর জখম হয়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হাসিব শেখ স্থান ত্যাগ করে। আহত অবস্থায় পরিবারের লোকজন সুনাইকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় হাসিব শেখ বলেন, ঘটনার সময় আমি রাস্তার পাশে সিগারেট খাচ্ছিলাম এমন সময় এলাকার দুইজন বড় ভাইকে দেখে ভয়ে সুনাই ঘোষের শ্যালো মেশিনের পানি দেওয়া ড্রেনের উপর দিয়ে যাওয়ার সময় সুনাইয়ের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় আমাদের মধ্যে কথা বাকবিতান্ডা হয়। সুনাই আমাকে মারার উদ্দেশ্যে মেশিন মেরামত করার রেঞ্চ নিয়ে ধাওয়া দিতে গিয়ে পড়ে গিয়ে চোখের পাশে কেটে গিয়ে জখম হয়েছেন। আমি চাকু দিয়ে তাকে কোনো আঘাত করিনি।
ওসি মো. আবু তাহের জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫