আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১২:০৮ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৪:১৩ পি.এম
হাতিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মুক্তা বেগম (২২)নামে এক গৃহবধূর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়ের ৯ নং ওয়ার্ডের কালিরচর গ্রাম এলাকা তার স্বামীর ঘরের আড়ার থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে হাতিয়া থানা পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সহ শশুর বাড়ির সবাই পালাতক রয়েছে।
নিহত মুক্ত বেগম উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামে জুয়েলের স্ত্রী।
এবং একই এলাকার মৃত মাইনউদ্দিনের মেয়ে। নিহত মুক্তা বেগম এক কন্যা সন্তানের জননী।
স্বজনেরা জানান, সকালে পাশের ঘরের এক গৃহবধূ পুকুরে যাওয়ার সময় ঘরে লাইট জ্বালা অবস্থায় জানালা দিয়ে কিছু একটা দেখতে পাই ,তখন কাছে গিয়ে দেখতে পাই ঘরে আড়ার সাথে মুক্তার লাশ ঝুলছে তখন তার চিৎকারে এলাকাবাসী এসে হাতিয়া থানায় খবর দেয়, পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত গৃহবধুর সাথে তার শাশুড়ির ও স্বামী জুয়েলের সাথে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবত ঝগড়া হচ্ছিল । কয়েকদিন আগে ও তাকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে। এলাকায় কয়েকবার সামাজিক সালিশ বৈঠক ও হয়েছে।
সেই সুত্র ধরিয়া সে আত্মহত্যা করিতে পারে বলে প্রাথমিক ভাবে ধরনা করা হচ্ছে।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha