আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৬:৪৬ পি.এম
নড়াইলে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নড়াইলের কালিয়ায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার কলামনখালি গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, কালিয়া উপজেলার বাজে বাবরা গ্রামের বাসিন্দা টুটুল শেখের শিশু কন্যা স্থানীয় বি, কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তার মাকে খোঁজার উদ্দেশ্যে শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কলামনখালি গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কালিয়া থানার ওসি আরও জানান, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি।মেয়েটি অসুস্থ থাকায় এবং ছোট হওয়ায় ঘটনা যে ঘটিয়েছে তার নাম বলতে পারছে না। পুলিশ তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha