আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১২:৩৮ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৭:৩৯ পি.এম
ভূরুঙ্গামারীতে অদ্ভুত আকৃতির গরুর বাছুরের জন্ম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মুখ, চার নাক বিশিষ্ট অদ্ভূত আকৃতির এক গরুর বাছুর জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
মঙ্গলবার(১২ সেপ্টেম্বর ) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের মৃত নসের আলীর পুত্র মোঃ হাতেম আলীর একটি গাভীর পেট থেকে দুই মুখ,চার নাক বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় অনেক মানুষ।
গরুর মালিক হাতেম আলী বলেন, আমি কৃষক মানুষ, বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি ১০ মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। মঙ্গলবার রাতে এমন বাছুর জন্ম নিল। নিজ থেকে দুধ টেনে খেতে পারে না ফিটারে করে দুধ খাওয়াতে হয় । দুইদিন থেকে আমার সাংসারিক কাজ করতে পারছি না। এই বাছুরে পিছনে সময় দিতে হচ্ছে। এটা আমি কোনদিন দেখিনি এ ধরনের বাছুর জন্ম নেয়।
বাছুরটি দেখতে আসা রাহিমুল ইসলাম বলেন, জন্ম নেয়ার গরুর দুই মুখ, রয়েছে এমন অদ্ভূত আকৃতির কথা শুনে আমি প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম। এরকম গরু আমি জীবনে প্রথম দেখলাম।
এ আই কর্মী জাহিদুল ইসলাম বলেন আমি ঐ গাভী কে শাহিওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করেছিলাম। এমন বাছুর জন্ম নেওয়ার কারণ বলতে পারলাম না।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ শামীমা আক্তার বলেন, এটা একটা জন্মগত ত্রুটি, এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha