আজকের তারিখ : ডিসেম্বর ৪, ২০২৪, ২:৩৯ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৭:৩৯ এ.এম
ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনগণের হাতে আটক
রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর কাকিনা বাজারের এক মটরপার্স এর দোকান থেকে কিছু মটরপার্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনগনের হাতে ধরা পড়ে যায় মোঃ বেলাল হোসেন (৩২) নামে এক ছিনতাইকারী।
তথ্য সুত্রে জানা যায়, ছিনতাইকারী মোঃ বেলালা হোসেন রংপুর জুম্মাপাড়ার বাসিন্দা, ক্ষেত্রবিশেষে তিনি অস্থায়ীভাবে বসবাস করছেন গংগাচড়া উপজেলার পাচমাথা হাবু, এলাকার মৃত্যু কালাম মিয়ার বাড়িতে। গত ১৩/০৯/২০২৩ ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি কাকিনা বাজারে একটি মটরপার্সের দোকানে গিয়ে কিছু মটর সাইকেল পার্স ক্রয়ের নাম করে দোকানদারের কাছ থেকে একটি ক্যাশ ম্যামোসহ মটর সাইকেল পার্স গুলো হাতে ন্যায়, দোকানদার টাকা চাইলে তিনি বিক্যাশ থেকে টাকা দেয়ার নাম করে সেখান পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এতমবস্থায় দোকানদার তার পিছনে ধাওয়া করেন, এ সময় ছিনতাই এর স্থান থেকে ৪ কিলোমিটার দূরে মহিপুর বাজারে এসে জনগণের হাতে আটকা পড়ে ছিনতাইকারী মোঃ বেলাল হোসেন (৩২)।
বাজারে উপস্থিত জনগণ তাকে গণপিটুনি শুরু করেন এবং ছিনতাইকৃত পন্য উদ্ধার করে দোকানদারের কাছে ফিরিয়ে দেয়।
গনপিটুনির এক পর্যায়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তি এসে ছিনতাইকারী কে সেখান থেকে উদ্ধার করে ছেড়ে দেয়।
ছেড়ে দেয়ার কারণ জিজ্ঞেস করলে প্রভাবশালী ব্যাক্তি বলেন, সে যে অন্যায় করেছে তা বুঝতে পেরেছে এবং ভুল শিকার করে নিয়েছে এবং সে ভবিষ্যতে আর এধরণের কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছে, তাই তেকে ছেরে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha