ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিমরুলের কামড়ে সাইদুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যর ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. শারমিন আক্তার।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সকালে আনারস ক্ষেত পরিচর্যা করতে যায় সাইদুল। আনারস ক্ষেতে কাজ করার সময় বিমরুল তাঁকে কামড়িয়ে গুরুতর আহত করে। পরে তাঁর স্বজেনেরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল বুধবার (১৩সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যবরণ করে। নিহত উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গয়লাপাড়া জোনাবালী হাজীর ছেলে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। নিহতের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫