বিএনপি’র নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হৈচৈ করুক না কেন তাঁরা গণতন্ত্রের ফেরেশতা না।
তাঁরা প্রত্যেকেই মানুষ পোড়ানো, জঙ্গীতাণ্ডব ও হত্যাখুনের ভয়ঙ্কর সব জল্লাদ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, মানুষ পোড়ানো, জঙ্গীতাণ্ডব ও হত্যাখুনের আসামিদের প্রধান সিডিকেন্ট হচ্ছে বিএনপি। আজ কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা জাসদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন, বিএনপি’র প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে, এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেক্ষতার কোন সম্পর্ক নাই।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।