আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৮:১৯ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১০:৩৬ পি.এম
নাগেশ্বরীতে গাঁজাসহ ট্রাক চালক আটক

নাগেশ্বরীতে ৬৪ কেজি গাঁজাসহ ট্রাক চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ট্রাক চালক বিপ্লব মিয়া রংপুরের তাজহাট এলাকার সাজু মিয়ার ছেলে।
বুধবার দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে নাগেশ্বরী এএসপি সার্কেল অফিসের সামন থেকে পাথর বোঝাই ট্রাকে লুকিয়ে রাখা গাঁজাসহ তাকে আটক করে থানায় নেয়া হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক দিলারা রহমানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে অভিযান চালানো হয়। নাগেশ্বরী এএসপি সার্কেল অফিসের সামনে থামানো হয় ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাখর বোঝাই ট্রাক। পরে চালকসহ সেটি নাগেশ্বরী থানায় নেয়া হয়। তল্লাসী চালিয়ে উদ্ধার করা হয় পাথরের নিচে ১৭ টি পোটলায় লুকিয়ে রাখা ৬৪ কেজি গাঁজা।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম পাথরবাহী ট্রাকে ৬৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তারা থানায় তারা একটি এজাহার দিয়েছেন। সেটি মামলার জন্য প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha