আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৯:৫৬ এ.এম
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি হাতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ১৭ হাজার ৮শ ৪৩পিস ইয়াবাসহ রাবিয়া নামের এক মহিলাকে আটক করেছে ১১বিজিবি সদস্যরা।
বুধবার (১৩ সেপ্টেম্বর ) বেলা ১২টায় বিজিবি’র একটি টহল নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকায় তাকে আটক করেন। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেরারকুল এলাকার মোক্তার আহমদের স্ত্রী।
আটকের পর তল্লাশি করে রাবিয়া বেগম এর কাছ থেকে ১৭৮৪৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন বিজিবি জোয়ানরা।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩৩ লক্ষ টাকা।
বুধবার (১১ সেপ্টেম্বর ) আটক মহিলাকে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেন।
১১বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সাহল আহমেদ নোবেল এসি, সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha