চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনা উদ্ভাবিত আউশ মৌসুমে খরা সহিষ্ণু, উচ্চফলনশীল ও স্বল্প জীবনকালীন আউশ ধানের জাত বিনাধান-২১ এর অধিকতর সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর উচ্চ বিদ্যালয় মাঠে গোমস্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় নমুনা শস্য কর্তন ও কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হক এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন, বিনা প্রধান কার্যলয় ময়মনসিংহ-২২০২ এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন, পরিচালক (গবেষণা) বিনা, ময়মনসিংহ-২২০২ ড. মোঃ আব্দুল মালেক, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ডিএই ড. পলাশ সরকার, গোমস্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জুবায়ের আল ইসলাম প্রমুখ।
বিনা উদ্ভাবিত আউশ বিনাধান-২১ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে ১ বিঘায় ১২% আদ্রতায় ধান পাওয়া যায় ১৭ মন। যা হেক্টর প্রতি ৫ টন ফলন পাওয়া যায়। বিনাধান-২১ জাতটির চাষাবাদের মেয়াদ কাল বীজতলা হতে কর্তন পর্যন্ত মাত্র ১০৫ দিন। রোগ বালাই কম ও খরা সহিষ্ণু জাত হিসেবে কৃষকদের মাঝে ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়েছে। পরবর্তীতে আউশ মৌসুমে বিনাধান-২১ চাষে কৃষকেরা আগ্রহ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha