ফরিদপুরের বোয়ালমারীতে একটি যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করে। পরে বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জব্দ আলামতসহ আটক আসামিদের বোয়ালমারী থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলেন- উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের মোফাজ্জল মোল্যার ছেলে মো. আনিসুর রহমান আনিচুর ও একই গ্রামের মজু ফকিরের ছেলে আমিনুর ফকির মনির।
আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতৈর রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটি থেকে ১০ কেজি গাঁজাসহ যাত্রীবেশি দু’জন মাদক কারবারিকে আটক করা হয়।
তারা সাধারণ যাত্রীবেশ ধারণ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের চালান দেশের বিভিন্ন স্থান থেকে এনে বোয়ালমারী ও আশপাশের এলাকায় বিক্রয় করে থাকে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ১৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে জব্দ আলামতসহ আটক আসামিদের বোয়ালমারী থানায় হস্তান্তর করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসামীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ও ৪২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha