আজকের তারিখ : মার্চ ১৬, ২০২৫, ৩:০১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১২, ২০২৩, ১০:১৪ এ.এম
বোয়ালমারীতে বিদ্যুৎস্পর্শে গৃহবধূ ও পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে এক গৃহবধূ এবং পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পর্শে নিহত গৃহবধূর নাম মোছা. রহিমা বেগম (৪৮)। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
জানা যায়, চার সন্তানের জননী রহিমা বেগম সাংসারিক কাজ সেরে সন্ধ্যা ৬টার দিকে গোসল করতে গেলে ট্যাংকের পানি শেষ হওয়ায় বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাই ইনামুল হোসেন জানান, রহিমা বেগমের স্বামী আব্দুর রহমান ৬ মাস আগে রোগাক্রান্ত হয়ে মারা যায়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, বিদ্যুতায়িত রহিমা বেগমকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, বিদ্যুৎস্পর্শ হয়ে ওই গৃহবধূ মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে একই ইউনিয়নের লঙ্কারচর গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, লঙ্কারচর গ্রামের মো. মোমিন শেখের ছেলে আব্দুল্লাহ শেখ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। স্থানীয় কয়েকজনের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মৃতদেহ উদ্ধার করে।
বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার মো. মিজানুর রহমান জানান, দুপুর দিকে এ ঘটনা ঘটলে স্থানীয়রা চেষ্টা করে না পেয়ে আমাদের খবর দেয়। থানা ষ্টেশনে কোনো ডুবরী না থাকায় তাৎক্ষণাত ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে ডুবরী দল এনে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। আমাদের গাড়িতে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha