আজকের তারিখ : এপ্রিল ১২, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১১, ২০২৩, ২:৫৮ পি.এম
ঝালকাঠিতে ওজোপাডিকোর গ্রাহক সেবা গণশুনানী অনুষ্ঠিত

ঝালকাঠি ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকোর) গ্রাহকদের গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ওজোপাডিকোর মিলনায়তনে গনশুনানী অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির ওজোপাডিকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুর রহীমের সভাপতিত্বে সহকারী প্রকৌশলী জে.এম লুৎফর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোঃজাকিরুল ইসলাম, ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবল আলম, স্কাউট ঝালকাঠি জেলার সম্পাদক মোঃ গোলাম রব্বানী, গ্রাহক আব্দুল জব্বার মিয়া বক্তব্য রাখেন।
আব্দুল জব্বার মিয়া তার বক্তব্য বলেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া সহ কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। যার ফলে ঝালকাঠিবাসী ব্যাপক ক্ষতি সম্মুখীন হচ্ছে। উপকেন্দ্রের কাজ অতি দ্রুত সম্পন্ন লক্ষ্যে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
বক্তারা তাদের বক্তব্যে ঝালকাঠির চলমান লোডশেডিং সহ সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন।
নির্বাহী প্রকৌশলী তার বক্তব্য বলেন ২০০ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল গ্রীড উপকেন্দ্র প্রকল্প অনুমোদন করা হয়েছে। ভূমি অধিগ্রহণের কাজ শেষ হলেই উপকেন্দ্রে নির্মাণের কাজ শুরু হবে, যার ফলে গ্রাহকদের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়া যাবে।গণ শুনানিতে বিভিন্ন শ্রেণীর বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha