ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালি।
সোমবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদৎ হোসেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা প্রকৌশলি মোঃ আবু জাফর মিয়া, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলিমুজ্জামান, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন,সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এসময় সালথা উপজেলার উন্নয়ন ও সুন্দর সমাজ গঠনে উপস্থিত সকলকে পাশে থাকার আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111