আজকের তারিখ : মে ২১, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১০, ২০২৩, ২:৪৫ পি.এম
ফরিদপুরের কৈজুরী ইউনিয়ন থেকে অজ্ঞাত নামা মহিলার লাশ উদ্ধার

ফরিদপুর জেলার কৈজুরী ইউনিয়ন হতে মহিলার লাশ উদ্ধার হয়েছে।
জানা গেছে আজ রবিবার আনুমানিক আটটায় সময় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের তুলা গ্রামস্থ জনৈক মাসুদ শেখের বসতবাড়ি সংলগ্ন পুকুরের কোনায় অজ্ঞাতনামা মহিলা (১৯) এর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়।
পরবর্তীতে স্থানীয় কোতায়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা সহ সুরতহাল প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এছাড়া ফরিদপুর সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, উক্ত মহিলাকে দুষ্কৃতিকারীরা হত্যা করে লাশ বর্ণিত স্থানে ফেলে যায়। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha