আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:৩০ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১০, ২০২৩, ২:৪৬ পি.এম
হাতিয়ায় জেলেদের জীবনমান দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল

নোয়াখালী দ্বীপ উপজেলার হাতিয়া রবিবার ( ১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের জেলেদের জীবন জীবিকা এবং আত্ম সামাজিক অবস্থা সরেজমিনে দেখতে আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার।
এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান,শরনার্থীত্রান ও প্রত্যাবাসন কমিশনার(অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ষ্টেফান লিলার, ইউএনডিপির প্রতিনিধি কীর্তিজাই পাহাড়ী, কেইটা সুগিমোতো, রাগীব আহসান শামরাত, মোঃ আব্দুল কাইউম ও মহাপরিচালক মায়ানমার শাখা মিয়া মোঃ মাইনুল কবির।
পরে হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী,¯স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম,ডাঃ খালেদ সাইফুল্ল্যাহ,সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এ সময় বক্তাগন সফররত প্রতিনিধিদের কাছে হাতিয়া দ্বীপের নদী ভাঙ্গন সমস্যা কৃষি,মৎস্য ও চিকিৎসা ব্যবস্থা নানাবিধ সমস্যাদি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার তাঁর সমাপনী বক্তব্যে সম্মিলিত সকলের আংশগ্রহনের মাধ্যমে কাংখিত জীবন মানের উন্নয়ন ঘটানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় সফররত প্রতিনিধিরা ভাসানচর গিয়ে রোহিঙ্গা শরনার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন এবং তাদের বিভিন্ন বিষয়াদির খোঁজ খবর নেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha