মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মিরাজ হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী। শনিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয় গ্রামের মোকলেস হোসেনের ছেলে। নহাটা আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গুরুতর অপর আরোহী ছাব্বির হোসেন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তার বাড়িও একই এলাকায়।
পুলিশ ও নিহতের চাচা ইকলাস হোসেন জানান, নিহত মিরাজসহ দুই বন্ধু একই মোটরসাইকেলে রাজাপুর হয়ে মাগুরা যাচ্ছিল। রাজাপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দুই আরোহী সড়কের উপর ছিটকে পড়ে। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বালিদিয়া শিকদারের মোড় এলকায় পৌছলে মিরাজ হোসেনের মৃত্যু হয়। সাব্বির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার সতত্য নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি বোরহান-উল ইসলাম বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোতে এ দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫