সারাদেশে ১৪ই এপ্রিল থেকে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় কঠোর লক ডাউনের সিদ্ধান্ত নেয় সরকার।
তার ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলায় পহেলা বৈশাখকে সামনে রেখে ও দ্বিতীয় দফায় লক ডাউনের প্রজ্ঞাপনের পর থেকেই জনগণের আনাগোনা লক্ষ্য করা যায় হাট-বাজারে।
উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে আবারও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শপিংমলগুলোতে ক্রেতাদের কেনাকাটার ব্যস্ততা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও, এখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধির কোন বালাই নেই।
গতকাল সোমবার সকাল থেকে ক্রেতারা পোষাক-আষাক ও প্রয়োজনীয় জিনিস চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য দোকানগুলোতে ভীর জমাচ্ছে।
কিন্ত দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেলেও ক্রেতাদের সমাগম লক্ষ্যনীয়। বেশির ভাগ মানুষ রমজান মাসকে সামনে রেখে সংসারের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুদ করছে।
মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে ছুটে আসছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। ক্রেতাদের মজুদের কারণে সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে কষ্টকর হয়ে যাবে এবং পণ্য চাহিদা মত না দিতে পারলে বাজার উদ্ধমুখি হবে বলে মন্তব্য করেন সচেতন মহল।
ক্রেতাদের সাথে কথা হলে সংবাদ দাতাকে জানান, সামনে দ্বিতীয় দফায় লগডাউন আবার রমজান মাস তাই একসঙ্গে বেশি করে বাজার করে রাখছি। আবার অনেকে বলেন, ঈদের কেনাকাটা ও এক মাসের বাজার এক সাথে করে রাখছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫